সিলেটে মেলা বাবলুর নতুন কৌশল, উদ্বোধন ছাড়াই বটেশ্বরে মেলা আয়োজন

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

সিলেটে মেলা বাবলুর নতুন কৌশল, উদ্বোধন ছাড়াই বটেশ্বরে মেলা আয়োজন

Manual7 Ad Code

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন না করেও শহরতলীর বটেশ্বরে ব্যাপক আয়োজনে চলছে বস্ত্রও শিল্পমেলা। বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধীদের সাহায্যার্থে সিলেট সদর উপজেলার বটেশ্বর এলাকায় এই মেলার আয়োজন করেন আলোচিত মেলা ব্যবসায়ী মঈন খান বাবলু। অভিযোগ রয়েছে-প্রতিবন্ধীদের সহায়তার নাম ভাঙ্গিয়ে মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে চলছে মেলার আয়োজন। মেলার সরকারি অনুমোদন রয়েছে এমনটি দাবি করে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ২০ দিন যাবত মেলা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রোববার মেলাস্থলে যাবার পথে দেখাগেছে খাদিম থেকে বাদ্য সহকারে একটি পিকআপ প্রচার কাজ চালিয়ে যাচ্ছে মেলার।

Manual7 Ad Code

এবার সিলেট সদর উপজেলার বটেশ্বর এলাকায় ক্ষেতের জমিতে করছেন মেলার আয়োজন। স্থানীয়রা জানান, মূলত; ‘মেলা’ বাবুল এই মেলার আয়োজক। আর অন্ধ কল্যাণ সংস্থার নাম দিয়ে সিলেটে ফের মেলার ফন্দি শুরু করেছেন তিনি। অভিযোগ রয়েছে,কতিপয় ক্ষমতাসীন নেতাদের শেল্টারে মেলার নামে লটারী খেলার আয়োজন করছেন বাবলু। মেলা বাবুল বছরে ৪/৫টি মেলার আয়োজন করেন। সমসাময়িক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের মেলার আয়োজন করেন তিনি। মেলার নামে জুয়া, লটারী, সার্কাস সহ চলে নানা অবৈধ কর্মকান্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও সিলেটে বিভিন্ন নামে একাধিক মেলার আয়োজন করেন মঈন খান বাবলু। প্রশাসন থেকে সুবিধা পাওয়ার জন্য ক্ষমতাসীন নেতাদের শেল্টার নেন। বিনিময়ে নেতাদের দেওয়া হয় মেলা থেকে অর্জিত অর্থের একটি ভাগ।

Manual1 Ad Code

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক মেলায় আগত এক ব্যবসায়ী বলেন, মেলা চলছে ৫জুন থেকে। বেচা-বিক্রীও ভালো হচ্ছে। কিন্তু কৌশল হিসেবে মেলার উদ্বোধন করা হচ্ছেনা।
তিনি বলেন, মেলার নিয়ম অনুযায়ী উদ্বোধনের দিন থেকে মেলার দিন গণনা শুরু হয়। সেই হিসেবে অতিরিক্ত লাভের আশায় আয়োজকেরা মেলা উদ্বোধন না করেই মেলার মাঠ উন্মুক্ত করে দিয়েছে। তিনি ক্ষোভের সাথে বলেন, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন না হলে লোক সমাগম বেশি ঘটেনা এবং কাঙ্খিত বেচা-বিক্রী হয়না। ওই ব্যবসায়ীর মতে অনুষ্ঠানিক উদ্বোধন না করেও মেলা শুরু হওয়ায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

Manual6 Ad Code

মেলা মাঠে কথা হয় মেলা আয়োজক কর্তৃপক্ষের সদস্য আব্দুল হকের সাথে। তিনি সিলেট প্রতিদিনকে বলেন, আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই। মাঠ প্রস্তুত এবং দোকানীরা সব চলে আসায় মেলার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উদ্বোধন না করে মেলা আয়োজন নিয়ম লঙ্ঘনের পর্যায়ে পড়ে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাবলু সাহেবের মেলা চললে কারো উদ্বোধনের প্রয়োজন পড়েনা। প্রশাসন এবং মিডিয়া সবই রয়েছে উনার নিয়ন্ত্রণে।
মেলার সহকারি রিপন দেব এই প্রতিবেদককে বলেন, মেলায় প্রতিদিনই দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। বেচা-কেনাও বেশ ভালো। তবে, উদ্বোধনের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে মেলামালিক ভালো বলতে পারবেন।
সিলেট প্রতিদিন থেকে মইন খান বাবলুর ব্যক্তিগত সেলফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় এ ব্যাপারে মন্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমি যেহেতু কর্মস্থলে নতুন এসেছি, সেহেতু মেলা বিষয়ে আমি অবগত নই। যদি উদ্বোধন ছাড়া মেলার আয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
বটেশ্বরে মেলা চলছে-এমন বিষয়ে অবগত নন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনীরা। তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

Manual4 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের মোবাইল দেওয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..