মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে ভাতার টাকা নিতে বিয়ে গোপন অতঃপর সন্তানের জন্ম

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে ভাতার টাকা নিতে বিয়ে গোপন অতঃপর সন্তানের জন্ম

Manual7 Ad Code

সিলেটের জৈন্তাপুর মুক্তিযোদ্ধার মৃত্যুর প্রায় ৭ বৎসর পর কন্যা সন্তান জন্ম গ্রহন নিয়ে এলাকায় তোলপাড় চলছে। মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে ভাতার টাকা নিতে মুক্তিযোদ্ধার স্ত্রী বিয়ের তথ্য গোপন রাখে।

Manual7 Ad Code

সরেজমিনে জানা যায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডিবিরহাওর গ্রামের মৃত হায়দর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. অলি আহমদ বিগত ২০১২ সালের ২১ অক্টোবর মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে ২য় স্ত্রীসহ ১০জন সন্তানাদি রেখে যান।

এদিকে মুক্তিযোদ্ধা অলি মিয়া মৃত্যুর ৭ বৎসর পর চলিত মাসের (৪ জুন) ২য় স্ত্রী আলেয়া বেগম উরফে আলফা বেগম ১টি কন্যা সন্তান জন্ম নেয়। মুক্তিযোদ্ধা মৃত্যুর প্রায় ৭ বৎসর পর কন্যা সন্তান জন্ম গ্রহন করলে মুক্তিযোদ্ধার ২ পরিবারসহ এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। উপজেলা জুড়ে এ ঘটনা নিয়ে চলে আলোচনা ও সমালোচনা।

Manual7 Ad Code

সরেজমিনে অলি মিয়ার ছেলে নুরুল হক, আজিজুল হক, ময়জুল হক, আয়নুল হক সহ অন্যান্য সদস্যদের সাথে আলাপকালে তারা জানান, আমাদের পিতা মারা যাওয়ার বেশ কয়েক দিন পর আমাদের সৎ মা আলেয়া বেগমকে আমোক্তার নিয়োগ করি। তিনি পরিবারের সকল সদস্যদের নিয়ে মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করে আসছি। প্রায় তিন বৎসর পূর্বে আমাদের সৎ মা ও আমাদের এক সৎ বোন, এক সৎ ভাই নিয়ে উপজেলার সারীঘাট ডৌডিক গ্রামে বসবাস করতে শুরু করে আমরাও যাওয়া আসা করি। এদিকে সৎ মা হঠাৎ করে লোক মাধ্যমে জানতে পারি সৎ মা উপজেলার নিজপাট গ্রামের চুনাহাটি গ্রামের মরহুম তোফাজ্জুল মিয়ার ২য় ছেলে রাজু আহমেদকে বিয়ে পূর্বক স্বামী হিসাবে গ্রহন করে। সৎ মায়ের কাছে বিয়ের বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন। মামলা হামলাসহ নানা ধরনের কুৎসা রটাবেন বলে হুমকী ধমকী দেন। তাতে মান সম্মানের লোক লজ্জার ভয়ে আমরা কিছু বলিনি। গত (৪জুন) মঙ্গলবার আমাদের সৎ মা ১টি কন্যা জন্ম দিলে তোলপাড় দেখা দেয়। কিন্তু শিশু জন্ম দেওয়ার বিষয়টি সৎ মা অস্বীকার করে আমোদের জানান বাচ্ছাটি তিনি দত্তক নিয়েছেন। কোথায় থেকে তিনি দত্তক নিয়েছেন তা বলতে অস্বীকার করেন। আমাদের দাবি সৎ মা আমাদের পিতার মুক্তিযোদ্ধের ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা গ্রহনের জন্য তিনি ২য় বিয়ের বা স্বামী গ্রহন এবং নিজ সন্তানের জন্মের বিষয়টি অস্বীকার করছেন। আপনারা তদন্ত করলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

Manual3 Ad Code

প্রতিবেদক সরেজমিনে ডৌডিক গ্রামে গিয়ে আলেয়া বেগম উরফে আলফা বেগমের সাথে বিয়ে সন্তান বিষয়টি জানতে চাইলে প্রথমে অস্বীকার করেন। প্রশ্নের একপর্যায়ে আলেয়া বেগম স্বীকার করেন প্রায় ২বৎসর পূর্বে তার পরিচিত নিজপাট চুনাহাটি গ্রামের ছেলে রাজু আহমদকে বিয়ে করেন। নবজাতকটি রাজু আহমদের সন্তান, তবে তাদের বিয়ের রেজিস্ট্রি (কাবিন) করেনি বর্তমানে তবে সন্তানটি তার কাবিন।

তিনি প্রতিবেদকে বলেন, যেহেতু আমি স্বামী গ্রহন করেঠি তাই অচিরেই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তিনি পূর্বের স্বামী বীর মুক্তিযোদ্ধা অলি মিয়ার মুক্তিযোদ্ধার ভাতা গ্রহন করবেন না, তবে মুক্তিযোদ্ধার ২সন্তান যাতে ভাতা বঞ্চিত না হয় যে জন্য লিখিত আবেদন করব।

Manual5 Ad Code

এবিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার এ.কে.এম আজাদ ভূইয়া সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মুক্তিযোদ্ধার স্ত্রী আলোয়া বেগম যদি সেচ্ছায় ভাতা কার্ডটি জমাদেন তাহলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। অথবা মুক্তিযোদ্ধার ছেলেরা উপযুক্ত প্রমান সহ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আবেদন করে তাহলে যাচাই বাছাই পূর্বক আলোয়া বেগমের ভাতা বন্ধ করে দেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..