সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯
চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে গতকাল (২১ জুন) শুক্রবার বিকালে জৈন্তাপুর থানাধীন হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন এসএমপির কোতয়ালী থানাধীন সরসপুর লামাবাজার এলাকার বাসিন্ধা মৃত আলী হোসেনের ছেলে আনোয়ার হোসেন মালি (৪৮)। সুনামগঞ্জ দিরাইয়ের কলিয়ারখাপন স্থায়ী বাসিন্ধা ও বর্তমান শেখপাড়া টুকেরবাজারের আতিকুর রহমানের ছেলে এনামুল হাসান (২৬)। জালালাবাদ থানাধীন খুররমখল এলাকার বাসিন্ধা মৃত শেখ শফিকুল ইসলামের ছেলে শেখ সুমন আহমদ (২৮) এদের গ্রেফতার করা হয়।
এসময় পুলিশ আনোয়ার হোসেন মালির হেফাজত থেকে ১০০ পিছ ইয়াবা এবং এনামুল হাসানের হেফাজত থেকে ২০০ পিছ ইয়াবাসহ মোট ৩০০ (তিন শত) পিছ ইয়াবা যার আনুমানিক মূল্য ৯০,০০০- টাকা উদ্ধার করে।
উল্লেখ্য ধৃত এনামুল হাসান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামী। এবং আনোয়ার হোসেন মালির বিরুদ্ধেও একাদিক মাদক মামলা রয়েছে।এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মিজানুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করে।আসামীদের ইতিমধ্যে কোর্টে প্রেরন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান গ্রেফতারকৃত আসামী আনোয়ার হোসেন মালি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।অপর আসামী এনামুল হাসান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল মহোদয় হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত। উভয়েই জেলখানায় থাকা অবস্থায় তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠে এবং জেল খানা থেকে বের হয়ে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসায় জড়িয়ে পরে। আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সহযোগীদের গ্রেফতার করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd