শ্রীমঙ্গলে লাশবাহী গাড়িতে পুলিশের চাঁদা দাবি, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯

শ্রীমঙ্গলে লাশবাহী গাড়িতে পুলিশের চাঁদা দাবি, প্রতিবাদে সড়ক অবরোধ

Manual4 Ad Code

লাশবাহী গাড়ি আটকিয়ে চাঁদা দাবির অভিযোগে সড়ক অবরোধ করেছেন পরিবহণ শ্রমিকরা। ছবি: ইত্তেফাক
লাশবাহী গাড়ি আটকিয়ে হয়রানি করে পুলিশের চাঁদা দাবির অভিযোগে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন পরিবহণ শ্রমিকরা। এতে রাস্তার দুইপাশে আটকা পড়ে কয়েকশ যানবাহন। শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে ট্রাক ও ট্যাংকলরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাজান মিয়া জানান, শাকিবুল হাসান শাকিল নামে এক শ্রমিকের লাশ বহনকারী গাড়ি আটকিয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নান্নু মণ্ডল পাঁচ হাজার টাকা দাবি করেন। এতে সাধারণ শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।

Manual7 Ad Code

এদিকে অভিযোগ অস্বীকার করে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মণ্ডল বলেন, আমরা কোন টাকা চাইনি। এমনকি লাশের গাড়ির সঙ্গে আমাদের কোন দেখা হয়নি।

রাস্তা অবরোধ ও টাকা চাওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক বলেন, আমি পরিবহণ শ্রমিক নেতাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্রমিকদের বলেছি, ঘটনা তদন্ত করে যদি টাকা চাওয়ার প্রমাণ মিলে তাহলে হাইওয়ে ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারপর পরিবহণ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..