অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ওসি প্রত্যাহার

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ওসি প্রত্যাহার

Manual7 Ad Code

ওসি কাজী শাহনেওয়াজদায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এবার শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দফতর। জমিসংক্রান্ত বিরোধে গৃহবধূ ডলি খানমকে গাছে বেঁধে নির্যাতন এবং গর্ভের সন্তান নষ্ট করার ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

জেলা পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আমিনুল ইসলাম শনিবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

Manual7 Ad Code

এর আগে এ ঘটনায় শুক্রবার (১৪ জুন) একই অভিযোগে ওই থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুককে প্রত্যাহার করা হয়। তাকে শেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Manual4 Ad Code

এ বিষয়ে এএসপি মো. আমিনুল ইসলাম বলেন, ‘১৮ জুন নকলা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পরিস্থিতিতে তাকে অপসারণ করতে হলে নির্বাচন কমিশনের নির্দেশনা লাগবে। কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্রই তাকে নকলা থানা থেকে সরিয়ে নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১০ মে জমিসংক্রান্ত বিরোধের জেরে শেরপুরের নকলা পৌর শহরের কায়দা গ্রামের ব্যবসায়ী শফিউল্লাহর তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ডলি খানমকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। সেইসঙ্গে ওই নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করা হয়। নির্যাতনে ডলির গর্ভপাত হয়। এ ঘটনার এক মাস পর ১১ জুন বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত-প্রচারিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..