সিলেট মহানগরে ৩৫৯টি ও পুরো জেলায় ১৪৬৭টি ঈদ জামাত

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুন ৪, ২০১৯

সিলেট মহানগরে ৩৫৯টি ও পুরো জেলায় ১৪৬৭টি ঈদ জামাত

Manual6 Ad Code

পবিত্র ঈদ-উল-ফিতরে সিলেটজুড়ে এক হাজার ৮২৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জামাতের দিকে নিরাপত্তায় সতর্ক দৃষ্টি রাখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Manual5 Ad Code

জানা গেছে, সিলেট মহানগরী এলাকায় এবার ৩৫৯টি এবং সিলেট জেলার বিভিন্ন উপজেলায় এক হাজার ৪৬৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, সিলেট মহানগরীতে ৯৫টি ঈদগাহ ও ২৬৪টি মসজিদে ঈদের জামাত আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সিলেটের বিভিন্ন উপজেলায় ৭১৮টি ঈদগাহে এবং ৭৪৯টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সিলেটের শাহী ঈদগাহ, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহ মসজিদ, আলিয়া মাদরাসা মাঠ, কালেক্টরেট মসজিদ, কুদরত উল্লাহ মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের জামাতের দিকে তারা সতর্ক দৃষ্টি রাখছেন। ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে না যেতে মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন তারা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..