সিলেটে ঈদের জামাত চলাকালীন যে সকল রাস্তায় যান চলাচল বন্ধ

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ৪, ২০১৯

সিলেটে ঈদের জামাত চলাকালীন যে সকল রাস্তায় যান চলাচল বন্ধ

Manual3 Ad Code

পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় শাহী ঈদগাহ ও তার আশে পাশের এলাকায় যানবাহন চলাচলে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

Manual1 Ad Code

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে নগরবাসীকে এসএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত উপলক্ষে সিলেট মহানগর এলাকায় প্রধান ঈদ জামাত স্থলে (শাহী ঈদগাহ) সুষ্ঠু যানবাহন চলাচলের অংশ হিসেবে ঈদের দিন সকাল সাতটা থেকে ঈদের জামাত শেষ না হওয়া পর্যন্ত কয়েকটি সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

Manual8 Ad Code

যে সকল রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে:

কুমারপাড়া-শাহী ঈদগাহ সড়কের কাজী জামালউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা বন্ধ থাকবে।
আম্বরখানা-শাহী ঈদগাহ সড়কের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনের রাস্তা বন্ধ থাকবে।
নয়াসড়ক-শাহী ঈদগাহ সড়কে ভায়া কাজীটুলা সড়কের টিভি সেন্টারের সামনের রাস্তা বন্ধ থাকবে।
টিলাগড়-শাহী ঈদগাহ সড়কের রায়নগর গলির মুখে মুক্তা ফার্মেসীর সামনের রাস্তা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জরুরী সার্ভিস যেমন:- এম্বুলেন্স , ফায়ার সার্ভিস, উদ্ধারকারী যানবাহন, আইন-শৃঙ্খলা রক্ষা, ঔষধ ও জরুরী খাদ্য পরিবহন ইত্যাদি) উক্ত নির্দেশনার আওতাভুক্ত থাকবে।

এছাড়াও জনসাধারণকে যত্রতত্র পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় এসএমপির ট্রাফিক বিভাগ।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..