ওসমানীনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৩০

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুন ৪, ২০১৯

ওসমানীনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৩০

Manual5 Ad Code

ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এক গৃহবধু নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০জন যাত্রী।

খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করেন।

Manual3 Ad Code

নিহত মহিলাকে উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে রাখা হয়।

নিহত গৃহবধু সুনামগঞ্জ সদর থানার বেড়িগাঁও গ্রামের ফারুক মিয়ার স্ত্রী খুর্শেদা বেগম (২০)।

জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী শাহজালাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং ঢাকা মেট্রো ব-১৫-০১৫৮) ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা গৃহবধু খুর্শেদা নিহত হন। আহত হন গাড়িতে থাকা কমপক্ষে ৩০জন যাত্রী।

Manual8 Ad Code

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন- হযরত আলী (৩০), ফারুক মিয়া (৩০), কামরুন নাহার (২৩), আব্দুল (৮)।

Manual6 Ad Code

ভোরে সড়ক দুর্ঘটনা হওয়ায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।

Manual5 Ad Code

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইরচার্জ (ওসি) জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..