স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

Manual1 Ad Code

নড়াইলের লোহাগড়ায় স্কুলছাত্রী নুপুরকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় লোহাগড়া হাসপাতাল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নুপুর নোয়াগ্রাম ইউপির রায়গ্রামের হিরু বিশ্বাসের মেয়ে ও আরকেকে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

নিহতের চাচা বাচ্চু বিশ্বাস ও আব্দুল করিম অভিযোগ করেন, ছয়দিন আগে নুপুর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সন্ধ্যার পর খবর পেয়ে লোহাগড়া হাসপাতালে এসে নুপুরের মরদেহ পেয়েছি।

Manual2 Ad Code

তারা অভিযোগ করেন, ব্যাম্রনডাংগা গ্রামের ওবায়দুর রহমান মানিকের ছেলে রবিউল ইসলাম রুবেল ও নলদীর জালালসী গ্রামের চান সরদারের ছেলে আজাদ সরদার পরস্পর যোগসাজসে নুপুরকে তার বাড়ি থেকে অপহরণ করে লোহাগড়া বাজারের পোদ্দারপাড়া গ্রামের মিনির বাসায় রেখে গণধর্ষণ করে।

Manual8 Ad Code

এ বিষয়ে মিনি বেগম বলেন, চার-পাঁচদিন আগে নুপুর আমার বাড়ি ভাড়া নিয়েছিল। রোববার সন্ধ্যায় নুপুর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসি।

Manual2 Ad Code

উপজেলা হাসপাতালের আরএমও মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসাপাতালে আনার আগেই নুপুরের মৃত্যু হয়েছে।

লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন বিস্তারিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..