সিলেটে ঈদের জামায়াতে জায়নামাজ ছাড়া কিছু না নেয়ার আহ্বান পুলিশের

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯

সিলেটে ঈদের জামায়াতে জায়নামাজ ছাড়া কিছু না নেয়ার আহ্বান পুলিশের

Manual7 Ad Code

সিলেটে ঈদের জামাতে ঈদগাহে জায়ানামাজ ছাড়া অন্য কিছু না নেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। সোমবার সিলেট শাহী ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ আহ্বান জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

সোমবার দুপুর ১টার দিকে সিলেটের শাহী ঈদগাহের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিতোষ ঘোষ বলেন, সিলেটে কোন অপ্রীতিকর ঘটনার হুমকি নেই। তবুও শাহী ঈদগাহসহ যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রত্যেকটি জায়গায় পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে।

পরিতোষ ঘোষ বলেন- সিলেটের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহে। তাই ঈদগাহ ঘিরে কড়া নিরাপত্তা বেস্টনি থাকবে। শাহী ঈদগাহর প্রতিটি ফটকে থাকবে চেকপোস্ট। ইতোমধ্যে সেখানে সিসি ক্যামেরাও লাগানো হয়েছে।

Manual3 Ad Code

ঈদ জামাতে জায়নামাজ ব্যতিত অন্য কিছু সাথে না নিতে মুসল্লীদের প্রতি আহবান জানান তিনি।

Manual1 Ad Code

তবে, প্রবেশ ফটকে ভীড় কমাতে একাধিক লোক যাতে একসাথে প্রবেশ করতে পারে এমন ব্যবস্থা করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের প্রতি আহবান জানান শাহী ঈদগাহর মোতাওয়াল্লী জহির বখত।

Manual7 Ad Code

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ, ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার সুজ্ঞান চাকমা, জেদান আল মুসা, বিভুতি ভুষণ ব্যানার্জি, কোতোয়ালী থানার সহকারী কমিশনার মো. ইসমাইল প্রমুখ।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..