কুলাউড়ায় অগ্নিদগ্ধ নারীর অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

কুলাউড়ায় অগ্নিদগ্ধ নারীর অবস্থা আশঙ্কাজনক

Manual6 Ad Code

কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে আছকির মিয়ার স্ত্রী সাবেদা বেগম (৩৫) অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

গত শুক্রবার (২৪ মে) বেলা ১২টায় সাবেদা রান্নাঘরে কাজ করছিলেন। চুলায় আগুন দিতে গিয়ে অসাবধানতাজনিত কারণে পরনের কাপড়ে (শাড়ি) আগুন লেগে যায়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Manual6 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা ১২টায় সাবেদার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পরনের কাপড় পুড়ে গিয়ে আগুনের তাপে তাঁর শরীর ঝলসে যায়। সাথে সাথে বাড়ির লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওইদিন রাত ১১টায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, আগুনে সাবেদা বেগমের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

Manual7 Ad Code

টিলাগাঁও ইউপি’র চেয়ারম্যান আব্দুল মালিক জানান, বাগৃহাল গ্রামের আছকির মিয়ার স্ত্রী রান্নাঘরের চুলায় আগুন দিতে গিয়ে অসাবধানতাজনিত কারণে আগুন লেগে দগ্ধ হওয়ার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে গিয়ে শুনেছি অগ্নিদগ্ধ নারীকে নিয়ে বাড়ির লোকজন হাসপাতালে চলে গেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..