বিশ্বনাথে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

বিশ্বনাথে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

Manual5 Ad Code
বিশ্বনাথ থানা পুলিশ সোমবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রাম থেকে আন্তঃবিভাগীয় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার করেছে। থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হল- সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর গ্রামের মখলিছ আলীর পুত্র মাসুক মিয়া (২৭) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার সিকারপুর গ্রামে আবদুন নূরের পুত্র আমিনুল ইসলাম ওরফে জবরুল (৩০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাসুক ও জবরুল চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও গ্রামের ইয়াসিন আলীর বাড়িতে হওয়া ডাকাতির সাথে জড়িত ছিল বলে স্বীকারোক্তি প্রদান করেছে। এছাড়াও সিলেট বিভাগের আরোও কয়েকটি স্থানে সংঘঠিত ডাকাতির ঘটনার সাথে জড়িত রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..