সংবাদ প্রকাশের পর কানাইঘাটের ছয় মাসের শিশুর পাশে সেই পিতা

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, মে ২৫, ২০১৯

সংবাদ প্রকাশের পর কানাইঘাটের ছয় মাসের শিশুর পাশে সেই পিতা

Manual2 Ad Code

“কানাইঘাটে ছয় মাসের শিশুকে ছুড়ে মারল পিতা” এই শিরোনামে অনলাইন পোর্টালে ক্রাইম সিলেটে গত ১৮ মে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের পর ছয় মাসের শিশু আব্দুর রহমানের পিতা গোলাম মোস্তফা ছেলের খোঁজ খবর নেন এবং প্রতিনিয়ত মেডিকেলে ছেলের পাশে আছেন। কিন্তু এর আগে গোলাম মোস্তফা ছেলে কোন খোঁজ খবর না নেওয়ায় ছেলেকে নিয়ে অসহায় মা মেডিকেল অনেক কষ্ট করতে হচ্ছে। এখন এই শিশুর অবস্তা আগের চেয়ে অনেক ভালো। আগামী দু’একদিনের মধ্যে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে পারবে বলে জানিয়েছেন শিশুটির মা।

Manual1 Ad Code

প্রসঙ্গ, গত (১৩ মে) সোমবার সকাল ১১ ঘটিকার সময় ছয় মাসের শিশু আব্দুর রহমান সে তাঁর দাদীর বিছানায় পায়খানা করে, এতে তাঁর দাদী অনেক গালাগালি শুরু করেন। গালাগালি শুনে শিশুর মা দৌড়ে এসে বিছানা পরিষ্কার করে দেন। তারপরও শিশুর দাদী বাচ্চাটাকে ছুড়ে মারে তাঁর বাবার দিকে। বাবা এসব কথা শুনে রাগে বাচ্চাটাকে নিয়ে মাথার উপর থেকে ছুড়ে মারেন মাটিতে। ডাক্তার বলছে বাচ্চার অবস্থা খুব খারাপ হওয়ায় বাচ্চার বাবা ও চাচা বাচ্চাটিকে গত সোমবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চলে যায়। যাওয়ার পর আর হাসপালে আসে না এবং বাচ্চার কোন খবরও নিচ্ছে না। ওই অবুঝ শিশুকে নিয়ে তার মা অনেক কষ্টে আছে বলে জানিয়েছেন। শিশুর মা এর সঠিক বিচার চান যাতে ওই শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..