জগন্নাথপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ,শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মে ২৫, ২০১৯

জগন্নাথপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ,শিক্ষক গ্রেফতার

Manual4 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একেই স্কুল শিক্ষক মিশন সেন বাপ্পাকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষক উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাসিলা গ্রামের মলয় সেনের ছেলে।

Manual2 Ad Code

আটকের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ইখতেয়ার উদ্দিন চৌধুরী বলেন,ধর্ষণের ঘটনায় মেয়ের বাবা মেয়েটির বাবা চঞ্চল সেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নিয়াতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় দুইজনকে আসামি করা হয়। দুজনের মধ্যে ঐ শিক্ষক এক জন। মামলার পরিপ্রেক্ষিতে তাকে শুক্রবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাসিলা গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। শনিবার (২৫,মে)আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। একই সঙ্গে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

Manual4 Ad Code

তিনি আরো জানান,উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাসিলা গ্রামের বাসিন্দা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর(১৩)সঙ্গে পার্শবর্তী সৈয়দপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাপ্পা সেন গত ৪মার্চ মেয়েটিকে বেড়ানোর কথা বলে বিদ্যালয় থেকে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুসে সামাদের বাড়িতে নিয়ে যান। সেখানে বাপ্পা ও তার বন্ধু সামাদ মিলে তাকে জোরপ‚র্বক ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি দুই মাসের অন্তঃসত্ত¡া হয়ে পড়ে। পরে মেয়েটি তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..