সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মে ১১, ২০১৯
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘জিনের বাদশা’র মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম হাফিজ এনামুল হাসান (এনাম)। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার রাতে তাকে সৈয়দপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
উপজেলার মকরমপুর গ্রামের ইমরান মাওলানাকে জিনের বাদশা পরিচয় দিয়ে ১৫শ কোটি টাকা দেওয়ার কথা বলে টাকার পরিবর্তে সাতটি ড্রাম ও দুইটি বড় স্টিলের বক্স ভর্তি কাগজসহ পুরাতন কাপড়-চোপড় দিয়ে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে যান হাফিজ কামরুল ইসলাম। ওই ঘটনায় জগন্নাথপুর থানার পুলিশ ‘জিনের বাদশা’ হাফিজ কামরুল ইসলাম ও তার মা রানু বেগমকে গ্রেপ্তার করে।
পরে আদালতে তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তির ভিত্তিতে ‘জিনের বাদশার মূল হোতা’ হাফিজ এনামুল হাসান (এনাম) কে গ্রেপ্তার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd