সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মে ৭, ২০১৯
রোজার প্রথম দিনেই অভিযানে সাড়ে ১২ টনের বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মঙ্গলবার (৭ মে) বেলা তিনটার দিকে দক্ষিন সুরমার মুক্তিযোদ্ধা চত্বরের পাশের ফল বাজারে অভিযান পরিচালনা করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের। এসময় মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে দক্ষিন সুরমার ফল বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকাজরিমানা করে ভ্রাম্যমান আদালত।
প্রতিষ্ঠান তিনটি হলো- বিসমিল্লাহ ট্রের্ডাস, হাজী হানিফ এন্টার প্রাইজ ও আনিসা ফ্রুট এজেন্সি।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গির আলম।
র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ বলেন, গোপন সূত্রে খবর পাই এইখানে খাবার অযোগ্য মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ আছে। তাই আমরা এখানে অভিযান পরিচালনা করি। মেয়াদ উত্তির্ণ খেজুর জব্দ করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd