সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর পশ্চিম কাজল শাহ মঈনুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী দিলরুবা আক্তার পপি (১৭) গত ২০ জানুয়ারি রোববার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে থানায় একটি অপমৃত্যুর মামলাও হয় ।
আত্মহননকারী স্কুল ছাত্রী দিলরুবা আক্তার পপি (১৭) নগরীর ১৭ নং ভাতালিয়ার দেলওয়ার হোসেনের কন্যা। বর্তমানে তার মা পশ্চিম কাজলশাহ ৮৮ মুন্না কুঠির ৫ম তলার বাসিন্দা।
নগরীর ভাতালিয়া এলাকার বিলাল হত্যা মামলাকে ভিন্নখাতে প্রভাবিত করতে পপির আত্মহত্যাকে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। তাদের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভাতালিয়া এলাকাবাসী। সম্প্রতি, গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এলাকাবাসীর গণ-স্বাক্ষর করে প্রতিবাদ জানানো হয়।
২০১৮ সালে নগরীর ভাতালিয়া এলাকায় বিলাল হত্যা মামলায় দেলোয়ার হোসেন বর্তমানে জেলে বন্ধি আছেন।
দেলোয়ার এর স্ত্রী পপির মা রফা বেগম স্বামীকে ছাড়ানোর জন্য পপির আত্মহত্যাকে হত্যা বলে একটি মামলা দিয়ে এলাকার নিরুহ মানুষকে হয়রানি করে যাচ্ছেন বলে অভিযোগে প্রকাশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd