জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মে ৬, ২০১৯

জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

Manual2 Ad Code

টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল করতে না পারায় আসফিয়া মুন্না নীপা নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে ঘাটাইল পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিপা উপজেলার আথাইল শিমুল গ্রামের আরশেদ আলীর মেয়ে। সে উপজেলার আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

নিপার মা-বাবা দুজনেই চাকরিজীবী। বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে আর মা মধুপুর হাসপাতালে চাকরি করেন। এ দম্পতি তিন মেয়ে নিয়ে ঘাটাইল সদর হাসপাতালের পেছনে একটি ভাড়া বাসায় থাকেন।

Manual4 Ad Code

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে নিপা জিপিএ ৩.৩৯ পায়। প্রত্যাশিত ফলাফল জিপিএ-৫ না পাওয়ায় ঘরের আড়ের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। এসময় বাসায় ছয় বছরের ছোট বোন ছাড়া আর কেউ ছিল না। পরে স্থানীয়রা এসে ঘরের দরজা ভেঙে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual2 Ad Code

আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর চৌধুরী বলেন, নীপা অনেক মেধাবী ছাত্রী ছিল। এ প্লাস পাওয়ার মতো মেধা তার ছিল। সে অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। তার আত্মহত্যা করার বিষয়টি মেনে নিতে পারছি না।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..