জাফলংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মে ৬, ২০১৯

জাফলংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

Manual3 Ad Code

গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানির পাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সিমরাইল এলাকার আউয়াল মিয়ার ছেলে খোকন মিয়া (১৯) ও হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার নগর গ্রামের আহের মিয়ার ছেলে ইকবাল হোসেন (১৮)।

সোমবার (৬ মে) দুপুরে জাফলংয়ের পানামার ক্রসিং জোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফলংয়ের পানামার জোন এলাকায় ফাহিমা স্টোনক্রাশার নামক পাথর ভাঙ্গার ক্রাশার মেশিনের পানি উত্তোলনের বিকল একটি পাম্প মেরামত করতে কুয়ার ভেতরে নামেন ওই মেশিনেরই অপারেটর খোকন। এসময় বিদ্যুতের তারে আটকে যায় সে। তাকে উদ্ধারে পার্শ্ববর্তী অপর আরেকটি ক্রাশার মেশিনের অপারেটর ইকবাল হোসেন এগিয়ে গেলে তিনিও গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

Manual3 Ad Code

খবর পেয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস জৈন্তাপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুয়ার ভেতর থেকে দু’জনের লাশ উদ্ধার করেন।

Manual2 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কূয়া থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটির ময়না তদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..