ছাতকের চিহিৃত চাঁদাবাজ লোকমান গ্রেফতার

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৯

ছাতকের চিহিৃত চাঁদাবাজ লোকমান গ্রেফতার

Manual2 Ad Code
ছাতক প্রতিনিধি :: ছাতকের একাধিক মামলার আসামী ও এলাকায় চিহিৃত চাঁদাবাজ হিসেবে পরিচিত লোকমান হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে একদল পুলিশ গোবিন্দগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আব্দুল জলিলের পুত্র। লোকমানকে গ্রেফতারে এলাকায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে।
এরই মধ্যে তাকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে ইউনিয়নবাসীর পক্ষে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করে। এছাড়াও ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান প্রতিবন্ধি নাজমুলকে হত্যার চেষ্টাকারী লোকমানের অপকর্মের বিষয়ে বাংলাদেশ প্রতিবন্ধি ফাউন্ডেশন সিলেট সিলেট বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাট-বাজারে পোষ্টারিং করা হয়।
থানার এসআই অরুপ সাগর গুপ্ত বলেন, আসামী লোকমানের বিরুদ্ধে খুন, দ্রুত বিচার আইন, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা, নারী ও শিশু নির্যাতনসহ থানা ও আদালতে ৭টি মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..