গোয়াইনঘাটে ভারতীয় গরুবাহী পিকআপের ধাক্কায় ঠেলাগাড়ি চালক নিহত

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মে ৩, ২০১৯

গোয়াইনঘাটে ভারতীয় গরুবাহী পিকআপের ধাক্কায় ঠেলাগাড়ি চালক নিহত

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সালুটিকর-গোয়াইনঘাট সড়কে ভারতীয় গরুবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় হোসেন আলী (৪৫) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার নিয়াগুল গ্রামের মৃত মকরম আলীর ছেলে। শুক্রবার সালুটিকর-গোয়াইনঘাট সড়কের নিয়াগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই পুলিশ পিকআপ চালককে আটক করেছে।

Manual4 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় গরুবাহী একটি পিকআপ ভ্যান গোয়াইনঘাট থেকে সালুটিকর হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপ ভ্যানটি নিয়াগুল এলাকায় পৌঁছে ঠেলাগাড়ি চালক হোসেন আলীকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Manual2 Ad Code

খবর পেয়ে থানা পুলিশের এসআই রাজা ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এঘটনায় পিকআপ চালককে আটক করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও গাড়ি চালককে আটক করেছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..