বাড়ছে পানিবাহিত রোগী

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মে ২, ২০১৯

বাড়ছে পানিবাহিত রোগী

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে বেড পাইনি। তাই বাধ্য হয়ে মেঝেই পড়ে আছি। বেশিরভাগ শিশুদের পাতলা পায়খানা হচ্ছে, এরপর বমি। বলছিলেন নওগাঁ সদরের হারুন আলী। নাতীকে নিয়ে নওগাঁ সদর হাসাপাতালে এসেছেন তিনি।

Manual6 Ad Code

শুধু হারুন আলীই নয়। গত কয়েকদিনের তীব্র ভ্যাপসা গরমে নওগাঁ সদর হাসপাতালে নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীদের ভিড়। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছেন নার্স ও আয়ারা। বিশেষ করে ডায়েরিয়া, আমাশয় ও পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বেশি। এছাড়া অনেক বয়স্ক রোগী ভর্তি হয়েছে যাদের শ্বাসকষ্ট আর পেটের ব্যাথা বেড়ে গেছে।

Manual3 Ad Code

হাসপাতালের সেবিকা মোছা. নাছরিন আক্তার বলেন হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় আমরা হিমশিম খাচ্ছি। সময়ের বেশি সময় এখন হাসপাতালে সেবা দিতে হচ্ছে। তবে আমরা সাধ্যমত চেষ্টা করছি হাসপাতালে আসা রোগীদের সেবা দেবার। আবহাওয়া একটু কমলেই রোগীদের চাপ অনেকটা কমে যাবে।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মুনির আলী আকন্দ বলেন, প্রতিদিনই বাড়ছে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা। রোগীর চাপে হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। তবে আমরা রোগীদের এই গরমে করনীয় সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করছি। আমরা দিনরাত রোগীদের সেবা প্রদান করছি। এরপরও আমরা আমাদের সাধ্য মতো রোগীদের সেবা প্রদানের চেষ্টা করছি।

নওগাঁ সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. রওশন আরা খানম বলেন, কয়েকদিনের তীব্র ভ্যাপসা গরমে রোগীর চাপ বেড়েছে দ্বিগুণ। তবে কোনো সমস্যা নেই। এই গরমে শিশুদের সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা, নিরাপদে রাখা এবং তরল খাবারসহ বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..