জৈন্তাপুরে সারী নদীতে পাহাড়ী ঢলে পিতা-পুত্র নিখোঁজ

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মে ১, ২০১৯

জৈন্তাপুরে সারী নদীতে পাহাড়ী ঢলে পিতা-পুত্র নিখোঁজ

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরের লালাখালের সারী নদীতে আকস্মীক পাহাড়ী ঢলে পিতা-পুত্র নিখোঁজ রয়েছে। এলাকাবাসী সূত্রে যানাযায়- ১লা মে বুধবার ভোর ৪টায় সারী নদীতে কাঠ সংগ্রহ করতে গেলে আকস্মীক ভাবে উপর থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নৌকা তলিয়ে যায় এসময় পিতা-পুত্র নিখোঁজ হন। নিখোঁজরা হলেন- উপজেলার নিজপাট ইউনিয়নের কালিঞ্জবাড়ী গ্রামের ইসমাইল আলীর ছেলে আলা উদ্দিন (৩৫) ও তার ছেলে সাকিল আহমদ(১২)। তবে এরির্পোট লেখা পর্যন্ত (৩.৩০মিনিট পর্যন্ত) তাদের খোঁজ কিংবা লাশ উদ্ধার হয়নি। অপরদিকে সারী বেড়ীবাঁধ প্রকল্পের অফিস সূত্রে যানায়ায় সারী নদীর পানি বিপদ সীমার ৫সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাঈনুল জাকির বলেন- স্থানীয় সূত্রে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েছি এবং তাদের সন্ধানে লোক নিয়োজিত করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..