সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেকশন গ্রেড বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে স্বাধীনতা নার্সেস পরিষদ ও নার্সেস এসোসিয়েশন। বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জেলার সর্বস্তরের নার্স এই মানববন্ধন ও ঘেরাও কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, নার্সিং কর্মকর্তারা গত ২০১৫ সালের মে মাসে একটি সিলেকশন গ্রেড পাওয়ার কথা ছিল। সে অনুযায়ী গত ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি প্রয়োজনীয় কাগজ অত্র দপ্তরে পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ১৯৯৯ ও ২০০১ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া নার্সিং স্টাফরা একটি টাইম স্কেল পেলেও এরপর আর কোনো সরকারি সুযোগ সুবিধা তার পায়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd