নতুন ইনিংস শুরু করলেন মিরাজ

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

নতুন ইনিংস শুরু করলেন মিরাজ

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : জীবনে নতুন ইনিংস শুরু করলেন ডানহাতি অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। এর আগে, বিয়ে করেছেন জাতীয় দলের বাইরে থাকা পেসার কামরুল ইসলাম রাব্বি ও সাব্বির রহমান।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে খুলনা মহানগরীর খালিশপুর থানার কাশিপুর এলাকার হেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ঘরোয়া এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

পরিবারের সদস্যরা জানান, নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেই আকদটা সেরে রাখার কথা ছিল মিরাজের। প্রীতির বাবা হেলাল হোসেন একজন চাকরিজীবী। তাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনায়।

মিরাজের বাবা জালাল হোসেন জানান, অনেক দিন ধরেই মিরাজের বিয়ের কথা ভাবছিলেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছে সবাই। বৃহস্পতিবার কাশিপুর মেঘনা অয়েল ডিপো সড়কে কনের বাড়িতে আকদ সেরে ফেলেছি। বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..