সিলেটের ১২ উপজেলায় ৭ টিতে নৌকা, ৫ টিতে ‘বিদ্রোহী’ প্রার্থীরা

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

সিলেটের ১২ উপজেলায় ৭ টিতে নৌকা, ৫ টিতে ‘বিদ্রোহী’ প্রার্থীরা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে সিলেটের ১২ উপজেলার মধ্যে ৭ উপজেলায় নৌকার প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Manual3 Ad Code

এছাড়া বাকি ৫ উপজেলায় আওয়ামী লীগের বাঘা প্রার্থীদের হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা। তবে প্রাপ্ত ভোটের সংখ্যা এখনও জানা যায়নি।

Manual4 Ad Code

সাত উপজেলায় নৌকা মার্কা নিয়ে বিজয়ী প্রার্থীরা হলেন : সিলেট সদর- আশফাক আহমদ (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মাজহারুল ইসলাম ডালিম; দক্ষিণ সুরমা- আবু জাহিদ (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ময়নুল ইসলাম; বিশ্বনাথ- মো. নুনু মিয়া (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি থেকে বহিষ্কৃত সোহেল চৌধুরী; বালাগঞ্জ- মো. মুস্তাকুর রহমান মফুর (নৌকা), তার প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি থেকে বহিষ্কৃত বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া; জকিগঞ্জ- লোকমান উদ্দিন চৌধুরী (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরতুজা আহমদ (স্বতন্ত্র); কানাইঘাট- মুমিন চৌধুরী (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বিদ্রোহী প্রার্থী মুস্তাক আহমদ পলাশ ও গোলাপগঞ্জ উপজেলায় ইকবাল আহমদ চৌধুরী (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি থেকে বহিষ্কৃত মাওলানা রশিদ আহমদ।

এছাড়া আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন- কোম্পানীগঞ্জে শামীম আহমদ (বিদ্রোহী), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম; জৈন্তাপুরে কামাল আহমদ (বিদ্রোহী), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লিয়াকত আলী; বিয়ানীবাজারে আবুল কাশেম পল্লব (বিদ্রোহী), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান; ফেঞ্চুগঞ্জ উপজেলায় নুরুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি থেকে বহিষ্কৃত ওয়াহিদুজ্জামান ছুফি চৌধুরী ও গোয়াইনঘাট উপজেলায় বিজয়ী ফারুক আহমদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত শাহ আলম স্বপন।

Manual2 Ad Code

এই পাঁচজনই আওয়ামী লীগের চার বাঘা প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

Manual8 Ad Code

এদিকে সিলেটের ৯ উপজেলায় স্বতন্ত্র প্রার্থীদের ব্যানারে বিএনপি প্রার্থীরা নির্বাচন করলেও কেউই জয়ের দেখা পাননি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..