শনিবার মধ্য রাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ, যেসব এলাকায় চলবে না যানবাহন

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

শনিবার মধ্য রাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ, যেসব এলাকায় চলবে না যানবাহন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শনিবার মধ্য রাত থেকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের সকল ধরনের প্রচার প্রচারণা বন্ধ থাকবে। আগামী সোমবার সিলেটের ১২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের বিরতি ছাড়া ভোটগ্রহণ চলবে।

Manual4 Ad Code

নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপও করা হয়েছে। উপজেলা নির্বাচনে সিলেটের ১২ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

গত (২৮ ফেব্রæয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও জেলা নির্বাচনী কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সন্দিপন সিংহ। প্রতীক পেয়ে প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শরু করেন।

শনিবার মধ্য রাত পর্যন্ত তাদের প্রচরণার শেষ সময়। জানা যায়, উপজেলাগুলোকে দুইভাগে বিভক্ত করে জেলা প্রশাসন সম্মেলন কক্ষ থেকে সিলেট সদর, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ১০৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সিলেটের ১২ উপজেলা নির্বাচনে ২০২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও বুধবার গত (২৭ ফেব্রæয়ারি) ৫ চেয়ারম্যান ও ৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

Manual5 Ad Code

এদিকে সিলেট পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা প্রধান করা হয়েছে, আগামী সোমবার (১৮মার্চ) ৫ম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জারিকৃত নি¤œলিখিত গণবিজ্ঞপ্তি যথাক্রমে: যানবাহন-মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা, নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা এবং বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা।

Manual6 Ad Code

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী (১৮মার্চ) মঙ্গলবার রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যানবাহন (বেবী টেক্সি/অটোরিক্সা/ইজি বাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু) চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ষ্টীকার ব্যবহার করতে হবে। এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থী-তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। সেইসাথে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশী সাংবাদিকদের (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজ যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত নৌ-যান চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তাছাড়া প্রধান প্রধান নৌ-পথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সে সাথে ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে সকল নৌ-যান চলাচলের ক্ষেত্রে ও দূর পাল্লার নৌ-যান চলাচলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..