দক্ষিণ সুরমার হোটেল আছমা থেকে অপহৃত কিশোরী উদ্ধার

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

দক্ষিণ সুরমার হোটেল আছমা থেকে অপহৃত কিশোরী উদ্ধার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :: র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে দক্ষিণ সুরমা থেকে অপহৃত এক কিশোরী ভিকটিমকে উদ্ধার করে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ সুরমার কদমতলীস্থ আছমা ইন্টারন্যাশনাল হোটেল থেকে তাকে উদ্ধার করে। র‌্যাব সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ আছমা ইন্টারন্যাশনাল হোটেলের তৃতীয় তলার ১০৬ নং রুম থেকে একজন অপহৃত কিশোরী ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব-৯।

Manual4 Ad Code

উদ্ধারকৃত ভিকটিম ফেনী জেলার মধ্যম চাড়িপুরের মোঃ খোরশেদ আলীর মেয়ে মোছা. সুমাইয়া আক্তার (১৭)।

উল্লেখ্য যে, উক্ত ভিকটিম হারিয়ে গেলে ভিকটিমের বাবা ফেনি সদর মডেল থানায় সাধারণ ডায়রী করেন। ফেনী সদর মডেল থানার সাধারণ ডায়রী নং-২৩৩। গত ৫ মার্চ ভিকটিমের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট এর সদর কোম্পানী নাবালক ভিকটিম উদ্ধারে তৎপর চালায়। পরে উদ্ধারকৃত ভিকটিমকে ফেনী জেলার ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..