সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে জনগণের উৎবে আর উৎকণ্ঠা ততই বাড়ছে। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জেলার শ্রেষ্ট করদাতা, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক,তরুন উদিয়মান সাবেক ছাত্রনেতা,বর্তমান জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর। এছাড়াও একাধিক বিভিন্ন পদমর্যাদার অধিকারী তিনি। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য চেষ্টা করছেন। নির্বাচিত হলে একটি দূনীর্তি,হিংসাতœক মনোভাব পরিহার করে এ উপজেলাকে একটি আকর্শনীয় পর্যটন কেন্দ্র রুপান্তিরিত করে দূনীতিমুক্ত,পরিচ্ছন্ন,আধুনিক,নাগরিক দূর্ভোগ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। এলক্ষ্যে তিনি এবার উপজেলা পরিষদ নিবার্চনে প্রার্থী হয়ে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে মানুষের চাওয়া,পাওয়া এবং জনদূর্ভোগের কথা কথা শুনেছেন। তিনি উপজেলার সমস্যা ও তার সমাধান,নির্বাচনী পরিকল্পনা,চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে তার উন্নয়ন-পরিকল্পনার নিয়ে কথা বলেছেন।
প্রশ্নঃ আপনি নির্বাচনে প্রার্থী হতে চান কেন…
উত্তর খন্দকার মঞ্জুর প্রথমত আমি এই উপজেলার সন্তান। আমার পারিবারিক ও সামাজিক ভাবেই সবার কাছে পরিচিত। পরিচিত জাতীর জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আর্দশের সংগ্রমী সৈনিক আ,লীগ পরিবারের সন্তান হিসাবে। তাই সবাই চাইছে আমি এবার উপজেলায় নির্বাচন করি। সবার চাওয়া ও দাবীর প্রতি সম্মান দিয়েই আমার এলাকার উন্নয়নের স্বার্থে এবং আমার এলাকার সার্বিক অবকাঠামোর পরির্বতনের জন্যই প্রার্থী হতে চাই। কারন এর পূর্বে যারা ছিলেন তারা সঠিক ভাবে কাজ করতে পারেন নি।
প্রশ্নঃ নির্বাচনী প্রচারে কেমন সাড়া পাচ্ছেন…..
উত্তরঃ খন্দকার মঞ্জুর প্রার্থী হয়েছি সবার চেয়েছে বলে। প্রার্থী ঘোষনা দেওয়ার পর থেকেই আমার উপজেলার সর্বস্থরের জনসাধারন খুবেই আন্দদিত। কারন তাদের চাওয়া আমি রেখেছি প্রার্থী হয়েছি। এখন যদি তাদের চাওয়া অনুযায়ী দলীয় মনোনয়ন পাই তাহলে তাদের আনন্দের শেষ থাকবে না আমার বিজয় নিশ্চিত করবে সবাই। যার ফলে আমার নেতাকর্মী ও সমর্থক ছাড়াও আমি একজন তরুণ প্রার্থী হিসেবে উপজেলার যেখানইে যাচ্ছি জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছি। আমাকে সবাই সাদরে গ্রহন করছে।
প্রশ্নঃ নির্বাচনে বিজয়ী হলে উপজেলা বাসীর জন্য কি করবেন,,,,,
উত্তরঃ খন্দকার মঞ্জুর আমার কোন পিছুটান নেই। অর্থের প্রতি কোন লোভ নেই আছে সম্মান আর জনগনের সেবা করে ভালবাসা পাবার লোভ। উপজেলার সেবা তৃনমূলের জনসাধারনের চাহিদা আজও প‚রণ হয়নি। কারন উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি ও জামায়াত সমর্থক। যার জন্য সবাই সমান সুযোগ পায় নি। আমি এমন একটি উপজেলা পরিষদ গড়তে চাই যেখানে জনগনের অধিকারের প্রতিফলন ঘটবে। জণগনের যে অধিকার আছে সেই অধিকার ও উপজেলা পরিষদের সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে অবহেলিত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। এবং উপজেলা পরিষদকে একটি জনবান্ধব উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। আমি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহন করছি উপজেলা পরিষদে আমি দলীয় বা প্রভাবশালীদের নয়,অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে।
প্রশ্নঃ একজন তরুণ প্রার্থী হিসেবে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী ?
উত্তরঃ খন্দকার মঞ্জুর আমি বিজয়ের জন্য শত ভাগ আশাবাদী। কারন সবার সমর্থন,চাওয়া পাওয়া,আশীবাদ ও দাবীর প্রেক্ষিতেই নির্বাচনে প্রার্থী হয়েছি। দেশের মোট ভোটারের অনেকটা অংশই তরুণ ভোটার তারাই আমাকে ব্যাপক ভাবে উৎসাহ দিচ্ছে। সাথে সর্বস্থরের জনসাধারন ত আছেই। আমি বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় গিয়ে মানুষের যে ভালোবাসা,প্রতিশ্রæতি আমায় দিয়েছে একজন তরুণ প্রার্থী হিসেবে তা অনেক। জনগণ আমার পাশে আছে এখন দলীয় সমর্থন থাকলেই বিজয় সুনিশ্চিত।
প্রশ্নঃ জনগণের কর্মসংস্থানের জন্য কি করবেন………..
উত্তরঃ খন্দকার মঞ্জুর এই উপজেলার সার্বিক দিক বিবেচনা করলে এলাকায় কাজের অভাব। বছরে ১বার বোরো চাষ ছাড়া অন্য কোন কাজের সুযোগ নেই। কিন্তু প্রয়োজন যুগোপোযুগী উদ্যোগ নিলে এই উপজেলায় টাংগুয়ার হাওর,বারেকটিলা,শহীদ সিরাজ লেকসহ পর্যটন সমৃদ্ধ অনেক স্থান রয়েছে সে গুলোকে কর্মক্ষেত্রে পরিনত করা যায়। তবে এত বড় কাজ উপজেলা পরিষদের পক্ষে করা সম্ভব না তার পরও একজন উপজেলা চেয়ারম্যান হিসাবে যা করা প্রয়োজন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে সেই বিষয়ে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে গুরুত্বতের সাথে কাজ করব। উপজেলার অফিস গুলোতে ঘুষ মুক্ত করব। যে যে কাজের জন্য আসবে সবাই যাতে সহজে সেই কাজ করে নিরাপদে বাড়ি যেতে পারে সেই ব্যবস্থা করব। এক কথায় উপজেলার জনগণের স্বার্থে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ও সেবা প্রাপ্তির জন্য পরিষদের যোগাযোগ নম্বর দেওয়া থাকবে উপজেলার বিভিন্ন পয়েন্টে বিলবোর্ডে যাতে সরাসরি যোগাযোগ করতে পারে তারে যে কোন সমস্যায়। উপজেলাবাসী উপজেলা পরিষদের সর্বোচ্ছ সেবা দেওয়া নিশ্চিত করব জনগনের স্বার্থে।
প্রশ্নঃ উপজেলা বাসীর কাছে প্রত্যাশী কি…………………….
উত্তরঃ খন্দকার মঞ্জুর উপজেলার সর্বস্থরের মানুষের কাছে প্রত্যাশা একটি তারা যে ভাবে আমাকে ভালবাসে ভালবাসার কারনেই আমাকে চেয়ারম্যান প্রার্থী হতে হয়েছে। তাই সব সময় সবাইকে আমার পাশে চাই। নির্বাচনে তাদের মূল্যবান ভোট,সর্মথন ও দোয়া চাই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd