ছাতক প্রতিনিধি :: ছাতকের সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান প্রার্থীরা তাদের স্ব স্ব মনোনয়ন পত্র দাখিল করেন। ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলে নির্দিষ্ট সময়ের মধ্যে ৯ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করেন মোজাহিদ আলী, সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, প্রবাসী আশিকুল ইসলাম আশিক, মনজু আহমদ, ফারুক আহমদ, আজহর আলী, প্রবাসী আফজাল হোসেন সেবুল, প্রবাসী আব্দুল মালিক ও আব্দুর রহমান। প্রার্থীদের মধ্যে প্রায় সকলেই আওয়ামী ঘরনার। তবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন লাভ করেছেন প্রবাসী আশিকুল ইসলাম আশিক। আর বাকী প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারী মনোনয়ন পত্রযাচাই-বাচাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি।