জগন্নাথপুরে গুলিবিদ্ধ লন্ডন প্রবাসী গ্রেফতার : চাঞ্চল্য

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯

জগন্নাথপুরে গুলিবিদ্ধ লন্ডন প্রবাসী গ্রেফতার : চাঞ্চল্য

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক যুক্তরাজ্য প্রবাসী। আহত আব্দুল মোমেন চৌধুরী উপজেলার করিমপুর সাহারিয়া গ্রামের আতর আলীর পুত্র। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ হেফাজতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গেছে, একই সাহারিয়া গ্রামের কমলা মিয়া ও মোমেনদের সাথে প্রবাসী আব্দুল মোমেন পরিবারের জায়গা জমি ও মামলা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এর আগে গুলিবর্ষনের একটি ঘটনার মামলায় কমলা ও মোমিন পক্ষের লোকজন জেলও খেটেছেন। পরে তারা জামিনে মুক্তি পায়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রবাসী আব্দুল মোমেন চৌধুরী বাড়ি থেকে বের হলে কমলা ও মোমেনসহ তার পক্ষের লোকজন আব্দুল মোমেনের উপর গুলি চালায়। এসময় প্রবাসী আব্দুল মোমেন চৌধুরীর বুকে ২টি ও ডান হাতে ১টি গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রবাসী মোমেন চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের ভাই সুহেল বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু অভিযোগ আমলে না নিয়ে অজ্ঞাত কারনে থানা পুলিশ উল্টো গুলিবিদ্ধ প্রবাসী আব্দুল মোমেন চৌধুরীকে গ্রেফতার করেছে। বর্তমানে পুলিশের হাতকড়া অবস্থায় তিনি সিলেট ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

Manual7 Ad Code

অভিযোগে আরও প্রকাশ গুলিবর্ষণকারীরা আব্দুল মোমেনকে গুলি করে আহত করার পর তার বাড়িতে প্রবেশ করে। এ সময় হামলাকারীরা তার ঘর দরজা তছনছ করে এবং বাড়ির মেয়ে ও শিশুদের নানা ভয়ভীতি প্রদর্শন করে। একজন গুলিবিদ্ধ প্রবাসীকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে। ঘটনাবলীর বর্ননা দিয়ে ও প্রবাসী পরিবারের সার্বিক নিরাপত্তা চেয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার ও সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে পৃথক আবেদন দাখিল করা হয়েছে।

Manual8 Ad Code

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলা পাল্টা হামলার অভিযোগ পাওয়ায় উভয় পক্ষে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..