মাধবপুরে ঘুমন্ত দুই বোনের শরীর ঝলসে দিল দুর্বৃত্ত

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

মাধবপুরে ঘুমন্ত দুই বোনের শরীর ঝলসে দিল দুর্বৃত্ত

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে ঘুমন্ত দুই বোনের ওপর দাহ্য পদার্থ ছোড়ে তাদের শরীর ঝলসে দিয়েছে দুর্বৃত্ত। শুক্রবার তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতদের পরিবারের অভিযোগ, হাবিবার স্বামী মমিনুল তাদের এ সর্বনাশ করেছে।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, উপজেলার বাঘাসুরা গ্রামের প্রবাসী এখলাছ মিয়ার কলেজপড়ুয়া মেয়ে হাবিবা আক্তার (২০) বৃহস্পতিবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন।

শুক্রবার ভোররাতে কে বা কারা ঘরের জানালার গ্রিল ভেঙে তার ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে হাবিবা আক্তারের মুখ ঝলসে যায়।

এ ছাড়া দাহ্য পদার্থে হাবিবার পাশে ঘুমিয়ে থাকা তার ছোট বোন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা আক্তারের (১০) হাত ও শরীরের কিছু অংশ ঝলসে যায়।

Manual6 Ad Code

এ সময় তারা চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুর রহমান সোহাগ জানান, এটি এসিড কিনা- তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে তা দাহ্য পদার্থ। পরীক্ষা না করে সঠিক বলা যাবে না, এটি কী পদার্থ ছিল। একটি মেয়ের মুখের প্রায় ৮০ শতাংশ ঝলসে গেছে। ছোট মেয়েটির হাতের কিছু অংশ ঝলসে গেছে। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাবিবার চাচা কাওছার মিয়া জানান, গত একবছর আগে হাবিবার সঙ্গে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার শায়েক গ্রামের সাহেব আলীর ছেলে মমিনুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে হাবিবা প্রবাসী বাবা একলাছ মিয়ার বাড়িতে বসবাস করতেন। মুমিনূলের সঙ্গে হাবিবার বনাবনি না হওয়ায় ৩-৪ মাস আগে বিবাহবিচ্ছেদ ঘটে। এ কারণে তাদের ধারণা, মমিনুল এ ঘটনা ঘটিয়েছেন।

Manual7 Ad Code

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, বিষয়টি শোনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Manual2 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..