সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ আহত ৭

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ আহত ৭

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট বিমানবন্দর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছে।

আহতদের মধ্যে এমসি কলেজের শিক্ষার্থী অনন্যা দে’র (১৮) অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তিনি বড়লেখা উপজেলা অরুন কান্তির দে’র মেয়ে।

Manual3 Ad Code

আহতদের মধ্য অন্যান্যরা হলেন হবিগঞ্জের বাহুবলের অমরেশ দত্তের ছেলে তন্ময় দত্ত (২০), সিলেট বিমানবন্দর থানাধীন বড়শালার পাখি মিয়ার ছেলে অটোরিকশা চালক দিলা মিয়া (৩০), বিমানবন্দর এলাকার সফিক মিয়ার ছেলে সুহেল (২৫) প্রমুখ।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকা থেকে শহরমুখী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিকে থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকায় যাত্রী ও প্রাইভেটকারে থাকা স্কুলপড়ুয়া ছাত্রীসহ ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে অনন্যার অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চিকিৎসাও চলছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..