সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জে বাহুবলে পিতার চোখের সামনে ট্রাক চাপায় পৃষ্ট হল আশরাফ উদ্দিন নামের পাঁচ বছরের এক শিশু।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার চলিতাতলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আশরাফ উপজেলার বিষ্ণপুর গ্রামের ফয়সল মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শিশু আশরাফ তার পিতার সাথে চলিতাতলা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দেয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে মিরপুর থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক (মৌলভীবাজার-ড-১১-০৬৫৪) আশরাফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাক চালক নবীগঞ্জ উপজেলার বানুদেব (গোফালার বাজার) গ্রামের মৃত ছাতির মিয়ার পুত্র আব্দুস ছোবহানকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খরব পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, ‘তাৎক্ষণিকভাবে খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল সচল করেছি। এ ঘটনার ট্রাক চালককে আটক করা হয়েছে।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd