সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বর্তমান আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ ওরফে কালা ফারুকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১১২ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এক অভিযানে নগরীর সোবহানীঘাটস্থ সুগন্ধা পার্সেল সার্ভিস থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত অন্য দুইজন হলেন- ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগরীর মাছিমপুরের মণিপুরী পাড়ার ফারুক আহমদের ছেলে ফেরদৌস আহমেদ বাবলু (৪৩) এবং নগরীর ৪১ কলবাখানির মৃত আবদুল হকের ছেলে ফজলুল হক (৪৩)।
আটককৃতরা সিলেটের জকিগঞ্জ হতে ইয়াবা সংগ্রহ করে নগরীতে এনে বিক্রি করতো বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd