সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর মহাজনপট্টি এলাকার একটি কলোনীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় কলোনীর মালিককে তিন হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রাসেল নোমান।
তিনি জানান- ব্যবসায়ীরা সেলিম মিয়ার কলোনীর বিভিন্ন কক্ষ গুদাম হিসেবে ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসব কক্ষে অভিযান চালিয়ে পলিথিন ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউটর সাইফুল ইসলাম, পুলিশ কর্মকর্তা ফারুক আহমদ উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd