চুরির অপবাদে কমলগঞ্জে যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতন!

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯

চুরির অপবাদে কমলগঞ্জে যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতন!

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে এক ব্যবসা প্রতিষ্ঠানসহ দুই বাড়িতে চুরির অপবাদে মঈন উদ্দিন (২৭) নামে এক যুবককে আটকে রেখে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার থানা সংলগ্ন চন্ডীপুর গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে চন্ডীপুর গ্রামে এক ব্যবসা প্রতিষ্ঠান, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মুখে লতিফিয়া ভেরাইটিজ ষ্টোর, কমলগঞ্জ থানার সামনে সাজ্জাদ মিয়ার বাড়ি এবং চন্ডিপুর গ্রামের কাপ্তান মিয়ার বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পরে চন্ডিপুর গ্রামের কাপ্তান মিয়ার বাড়ির লোকজন চুরির অপবাদে মঈন উদ্দিনকে আটক করে দোকানের সামনে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। মঈন উদ্দিন কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামের চান মিয়ার ছেলে।

পরে খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) সুরুজ আলী গাছের সাথে বাঁধা অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

Manual4 Ad Code

তবে নাম প্রকাশে অনিচ্ছুক থানা পুলিশের এক উপ পরিদর্শক বলেন, চুরির অপবাদে এভাবে গাছের সাথে বেঁধে রাখা ঠিক হয়নি।

Manual7 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তাঁকে গাছের সাথে বেঁধে নির্যাতনের বিষয়ে কিছু জানিনা। তবে চুরির অভিযোগে সন্দেহজনকভাবে জনতা একজনকে আটক করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..