সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট-ঢাকা রুটের অভিজাত পরিবহন লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে বাসটির চালকসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের একজন লন্ডন এক্সপ্রেসের চালক এবং অন্যজন ট্রাকচালকের সহকারী বলে জানায় পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। তাদের একজনকে ঢাকায় এবং দুজনকে সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ হোসেন বলেন, লন্ডন এক্সপ্রেসের বাসটি সিলেট যাচ্ছিল। শশই ইসলামপুরে এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও বাসের ড্রাইভার মারা যান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd