সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’ এখনো সমান ভাবেই জনপ্রিয় এই গান। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর করা এই গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। মতিন রহমান পরিচালিত ‘বিয়ের ফুল’ সিনেমায় এই গানটির সঙ্গে ঠোঁট মিলিয়ে ছিলেন এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান ও শাবনূর।
আবারও সিনেমায় ব্যবহার হচ্ছে গানটি। এবার দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে এই গানের রিমেকে পাওয়া যাবে বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাসকে। নতুনভাবে আকাশের গাওয়া ও সঙ্গীত আয়োজনে গানটিতে এককভাবে ঠোঁট মিলিয়েছেন বাপ্পী। সম্প্রতি নরসিংদীর মাধবধী হেরিটেজ রিসোর্ট-এ গানটির দৃশ্যায়ন হয়েছে। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব।
গানটির রিমেক প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘ অনেক দিনের ইচ্ছে ছিল এই গানটির রিমেক করব। সেই সুযোগ এসে গেল। আমার এই ছবির সঙ্গে গানটি যায়। আমার মনে হয় গানে বাপ্পী ও অপুর রসায়ন দর্শক পছন্দ করবেন।’
বাপ্পী চৌধুরী বলেন, ‘ গানটি এতোবার শুনেছি হিসেব নেই। এটি আমার প্রিয় গানের মধ্যে একটি। গানটি এখনও মানুষের মুখে মুখে রয়েছে। গানের কথাগুলো হৃদয়ে গেঁথে আছে। আমার বিশ্বাস নতুন আয়োজনেও গানটি সবার ভালো লাগবে।’
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শুটিং শেষে পথে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd