সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
কামাল আহমেদ (দুর্জয়) : গানের মাধ্যমে মাতৃভূমিকে বিশ্বের কাছে পরিচিত করতে চান গীতিকার আব্দুল অদুদ চৌধুরী। প্রবাসে থেকে জীবনের দীর্ঘ সংগ্রামের পাশাপাশি মনের খোরাক মেটাতে তিনি নিয়মিত গান কবিতা ও ছড়া লিখে যাচ্ছেন। আব্দুল ওদুদ (চৌধুরী) ৯০ এর দশকে গিয়েছিলেন সৌদি আরব। জীবনযুদ্ধ লড়াকু এই গীতিকার অবসর পেলেই বসে যান গানের আসরে। সুর তিনি নিজেই করতে। একদিকে কাজের চাপ আবার অন্যদিকে মনের গোপন বাসনা উৎসাহিত করেন বন্ধু মহলের অনেকেই। তার গান শুনার জন্য অপেক্ষা করত সবার ছুটির দিন সবাইকে নিয়ে সারা রাত চলত গানের আড্ডা। জন্ম সিলেটের কানাইঘাট উপর ঝিংগাবাড়ি (চরিগ্রাম) পিতা হাজী মোক্তার আহমেদ চৌধুরী,মাতা সাহিদা বেগম,৮ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। আব্দুল ওদুদ ১৯৯০ সালে দেশের লেখাপরার পাঠ শেষ করে দেশের মায়া ত্যাগ করে পাড়ি দেন দূর প্রবাসে। তাই তার সাফল্য জীবনে লেখক হিসেবে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে উঠুক এই কামনা করি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd