সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জের চৌঘরীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক সহ আরো ৪জন যাত্রী। বুধবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মইনুল ইসলাম (৪০) জকিগঞ্জ উপজেলার শাহবাজপুর মুহিতপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- গোলাপগঞ্জ পৌর এলাকার আলামিন আহমদ (২৫), জকিগঞ্জ উপজেলার শাহবাগ মুহিতপুর গ্রামের এহিয়া আহমদ (১৮)। অন্য আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস ও বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশায় থাকা ঘটনাস্থলেই ১জন যাত্রী নিহত হন। আহত হন আরো ৪জন যাত্রী। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার নাথ বলেন, দুর্ঘটনায় ১জন যাত্রী নিহত ও ৪জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd