আখালিয়ায় ছড়া উদ্ধারে মেয়র আরিফের অভিযান

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

আখালিয়ায় ছড়া উদ্ধারে মেয়র আরিফের অভিযান

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের আখালিয়া এলাকায় কালিবাড়ি ছড়া দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।

Manual5 Ad Code

বুধবার কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ছড়া দখলমুক্ত অভিযান শুরু হয়।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্র জানায়, নগরীর বিভিন্ন স্থানে ছড়া ও খাল দখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব দখলদারদের সরে যেতে সিটি করপোরেশনের পক্ষ থেকে বারবার নোটিশ দেয়া হলেও তারা নির্দেশনা মানছেন না।

Manual3 Ad Code

দখলদাররা অবৈধ স্থাপনা নির্মাণ করে কালিবাড়ি ছড়ার বিভিন্ন স্থান দখল করে রাখায় বর্ষা মৌসুমে ওই এলাকার পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তাই বুধবার হতে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অবৈধ দখল উচ্ছেদ ও ছড়া উদ্ধার অভিযান শুরু হয়েছে।

সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে কালিবাড়ি ছড়ার বিভিন্ন অংশ দখল করে রাখায় ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। দখলদারদের বারবার নির্দেশ দেয়ার পরও তারা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে না নেয়ায় সিটি করপোরেশন অভিযানে নেমেছে। যে কোন মূল্যে দখলদারদের উচ্ছেদ করে আখালিয়া এলাকা জলাবদ্ধতামুক্ত করা হবে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..