সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : মুক্তিযুদ্ধের বীরসেনানী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হলো তার জেলা কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজায় অংশ নিতে শোলাকিয়া ঈদগাহ ময়দান জনসমুদ্রে পরিণত হয়।
আজ রবিবার বেলা ১:২০ মিনিটে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আশরাফের নির্বাচনী এলাকাসহ জেলা আওয়ামী লীগ ও সর্বস্তরের জনতার অংশগ্রহণে জানাজা শুরু হয়।
এর আগে ঢাকা থেকে তাঁর মরদেহ হেলিকপ্টারে করে কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়।
সৈয়দ আশরাফের জানাজার কয়েক ঘণ্টা আগে থেকেই শোলাকিয়া ময়দানে জনসমাগম বাড়তে থাকে। বেলা ১২টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোলাকিয়া ময়দান।
প্রয়াত নেতার স্মরণে কিশোরগঞ্জ জেলা শহরের বহু দোকান ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। কালো ব্যাজ ধারণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ আশরাফের শুভানুধ্যায়ীরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd