সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: নতুন মন্ত্রী সভায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতি মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইমরান আহমদ। মন্ত্রীসভায় শপথ নেয়ার জন্য প্রস্তুতি নিতে টেলিফোনে তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
ইমরান আহমদ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ আহমদ জানান, সংসদ সদস্য ইমরান আহমেদর সাথে তার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, প্রতি মন্ত্রী হিসেবে শপথ নেয়ার প্রস্তুতি নিতে টেলিফোনে তাকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। সোমবার তিনি প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতি মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইমরান আহমদ সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এই আসন থেকে টানা তিনবারসহ মোট ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এই প্রথমবারের মতো তিনি মন্ত্রীসভায় স্থান পেতে যাচ্ছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd