বিশ্বনাথে চাঁদাবাজ ‌‌‍দা সামছু বাহিনী জনতার হাতে আটক

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

বিশ্বনাথে চাঁদাবাজ ‌‌‍দা সামছু বাহিনী জনতার হাতে আটক

Manual3 Ad Code

আমির হোসেন সাগর :: সিলেটের বিশ্বনাথে চাঁদাবাজ ‌‌‍দা সামছু বাহিনী জনতার হাতে আটক এমন একটি নাটকের কাজ প্রায় শেষের দিকে। বর্তমান আধুনিক মানুষের এক অসাধারণ সৃষ্টি,পুরো দুনিয়াটা হাতের মুঠোয়। অবাক হতে হয়-মোবাইলের মাধ্যমে যে ভাবে যোগাযোগ ব্যবস্থা সহজ, ঠিক একই ভাবে নাটক,ফিল্ম,গান কৌতুকও সহজ ভাবে সমাজ ও জাতির কাছে ইউটিউবের মধ্যেমে তুলে দেয়া হচ্ছে। আর তাই নাটক,ফিল্ম,গান কৌতুক,সহ ইত্যাদি করতে নাট্য ও সঙ্গীত প্রিয় মানুষের আগ্রহ বেড়ে গেছে।তারই ধারা বাহিকতায় সমাজে মেসেজ মূলক নাটক তুলে দিতে শাহ সিদ্দেকুর রহমান এর রচনায় ও জি এম রনির পরিচালনা ও চিত্র ধারণে শর্ট ফিল্ম “দা সামছু চাঁদাবাজ” এর শুটিং শেষ হলো।নাটকের প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন সিলেটের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মনিমুক্তা।

Manual1 Ad Code

অারো রয়েছেন প্রবিন অভিনেতা রেজাউল আম্ববিয়া রাজু,সহযোগীতায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোরাদ আহমেদ, বিপ্লব সহ অনেক। সহকারি পরিচালনায় রয়েছেন উজ্জ্বল।নাটকটি নতুন বছরে মুক্তি পাবে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ও টিভিতে বাংলা HD।

Manual8 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..