সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯
টিলাগড় ও আশপাশ এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে
নিজস্ব প্রতিনিধি :: (শেখর চন্দ্র বোধ ও সৌমিত্র বোধ গোবিন্দ): গতকাল ৪/১/২০১৯ইং তারিখ দপুর ১.৩০ ঘটিকার সময় বি.এন.পি এর ছাত্র সংগঠন ছাত্রদল ও জামায়েত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির এর এম.সি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ সংগঠিত হয়। ঐ দিন উভয় দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টানে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা পূর্ব পরিকল্পিত ভাবে অস্ত্র নিয়ে নগরীর এম.সি কলেজ সংলগ্ন শাহপরান (রহঃ) মাজার রোড এলাকায় ছাত্রদলের সমাবেশ ও মিছিলে বাধা প্রদান করিলে গেলে উক্ত সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ সংবাদ পাইয়া ঘটনাস্থলে আসিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে উভয় দলের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে। সেই সময় উভয় দলেল উৎশৃঙ্খল নেতা-কর্মীরা পুলিশ কে লক্ষ্য করিয়া ইট-পাটকেল ছুড়তে থাকে। আমাদের প্রতিনিধি শেখর চন্দ্র বোধ ও সৌমিত্র বোধ গোবিন্দ শাহপরান (রহঃ) থানার ও.সি আব্দুল্লাহ আল মামুন এর বরাত দিয়ে আরোও জানান যে, উক্ত ঘটনায় পথচারী সহ উভয় দলের কমপক্ষে ২০/২৫ জন রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন। এদিকে ছাত্র শিবিরের মারমূখী সংঘাতে মারাত্মক রক্তাক্ত জখম প্রাপ্ত হয়েছেন পুলিশের দুই জন কনস্টেবল শফিক আহমদ ও সাব্বির আহমদ। জখমী শফিক আহমদ ও সাব্বির আহমদ কে সিলেট বিভাগীয় পুলিশ লাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং ইট-পাটকেলের আঘাতে গুরুতর আহত ছাত্রদল এর এম.সি কলেজ শাখার সভাপতি ও ছাত্র শিবিরের কর্মী লুৎফুর রহমান কে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদিকে গুরুতর আঘাত প্রাপ্ত জখমী কনস্টেবল সাব্বির আহমদ কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ঐ দিন রাত্রে এয়ার এ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে মর্মে আমাদের প্রতিনিধিকে মহানগর উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাছাড়া ৩ জন ছাত্রদল ও শিবিরের কর্মী কে ঘটনাস্থল হইতে পুলিশ আটক করেছে মর্মে জানিয়েছেন। এদিকে টিলাগড় ও আশপাশ এলাকায় পরিস্থিতি খুবই উত্তপ্ত রয়েছে। যে কোন সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘাতে জড়াতে পারে সেই দিকে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। উভয় দলের আটককৃত নেতা-কর্মীদের কে ঐ দিন থানা হইতে আদালতে পাঠানো হলে আদালত তাদের কে জেল হাজতে প্রেরণ করেন। তাছাড়া পুলিশের নিক্ষিপ্ত গ্রেনেড ও রাবার বুলেটে আঘাত প্রাপ্ত পথচারী ও উভয় দলের আহত নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা রুজ্জুর প্রক্রিয়া চলছে মর্মে মহানগর পুলিশ কমিশনার, সিলেট আমাদের প্রতিনিধিকে অবগত করেন। টিলাগড় ও আশপাশ এলাকা শাহপরান (রহঃ) মাজার এলাকায় নিস্তব্ধ নিরাপত্তা বলয় তৈরী করে রেখেছে পুলিশ। পুলিশের পক্ষ হইতে মাইকিং ও সংবাদপত্র মাধ্যমে অত্র এলাকায় নিরাপত্তার স্বার্থে কাউকে সন্ধ্যা ৬ ঘটিকার পর ঘর হইতে বাহির না হইতে অনুরোধ করা হয়েছে। ঘটনা তদন্তে ১টি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd