জামিনে মুক্তি পেলেন সাংবাদিক হেদায়েত

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক হেদায়েত

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা।

মামলায় হেদায়েতের আইনজীবী অ্যাডভোকেট মাসুম বিল্লাহ বলেন, আজ রিমান্ডের প্রথম দিনে সাংবাদিক হেদায়েত হোসেন অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগেই আইনজীবীরা তার জামিন আবেদন জানালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এ সময় তার সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

উল্লেখ, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের নির্বাচনী ফলাফল বিভ্রাট-সংক্রান্ত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় বটিয়াঘাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে তিনদিনের রিমান্ডে নেয়।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..