সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
কমলগঞ্জ প্রতিনিধি :: চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের নীচে পড়ে দু পা হারালো বাইশ বছরের এক যাত্রী।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩জানুয়ারী) সকাল সারে দশ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন অরন্যের ভিতরে।
পর্যটন এলাকায় নিরাপত্তা কাজে নিয়োজিত থাকা ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ দু’পা হারানো গুরুতর আহত রাজনগর উপজেলার পশ্চিমকাস নিজগাঁও এলাকার জয়নাল আবেদীনের পুত্র সোহেল মিয়া (২২) কে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
কমলগঞ্জ থানা ও শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের যাত্রী ছিলেন সোহেল মিয়া। ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর প্রবেশ করার পর ট্রেনের প্রবেশ পথে বসে থাকা সোহেল মিয়া হঠাৎ করে ট্রেন থেকে ছিটকে পড়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে দু’ পা কাটা পড়ে।
শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. আলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমি ও এসআই ইসমাইল হোসেন সিরাজী ঘটনাস্থলে গিয়ে দুপুর ১ টায় গুরুতর আহত যুবককে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে আহতকে হাসপাতালের ওটিতে রাখা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd