মৌলভীবাজার রাজনগরে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ১৪

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

মৌলভীবাজার রাজনগরে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ১৪

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল ঘোষণার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে রাজনগর থানা ওসি শ্যামল বণিক ও ওসি তদন্তসহ মোট ১২ জন আহত হয়েছেন।

গুরুতর আহত ওসি শ্যমল বণিকসহ ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি শামাল দিতে পুলিশ ৩০-৪০ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। এসময় হামলা চালিয়ে পুলিশের দুটি গাড়ি ভাংচুর করা হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সুনাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়। এ সেন্টারে মোট ভোট ২ হাজার ৭০৯টি। ভোটের ফলাফর ঘোষণার পূর্বেই ওই এলাকার বিএনপি সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়।

Manual2 Ad Code

এতে রাজনগর থানার থারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক, ওসি তদন্ত আবুল কালাম, সহকারী প্রিজাইডিং অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, এএসআই সবুজ মিয়া, এএসআই ইমাম হোসেন, কন্সটেবল কাউসার আলম, হিমেল, সেলিম আহমদ, শফিকুল ইসলাম, আনসার সদস্য রানী বেগম, মসুদ মিয়া, নাজমা বেগম, আসাদুজ্জামান খান রাসেল আহত হয়েছেন। গুরুতর আহত ওসি শ্যামল বণিক, ওসি তদন্ত আবুল কালাম কন্সটেবল কাউসার আলমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশের ওপর হামলার সময় পরিস্থিতি শামাল দিতে পুলিশ ৩০-৪০ রাউন্ড ফাকা গুলি ছুড়ে।

Manual4 Ad Code

রাজনগর হাসপাতালে ওসি শ্যামল বণিক বলেন, ভোটের ফলাফল ঘোষণার সময় অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়। আমরা জীবন বাজি রেখে ভোটের মালামল সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পৌছে দিয়েছি।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..