বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ মুক্তাদির-সেলিমের

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ মুক্তাদির-সেলিমের

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার :: ভোটকেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের ঢুকতে বাধা প্রদান করার অভিযোগ করেছেন সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী দিলদার হোসেন সেলিম।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মুক্তাদির।

তিনি বলেন, জনমনে পুলিশ ও সরকার ভীতি সৃষ্টি করে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে। কাউকেই ঘর থেকে বের হতে দিচ্ছে না। গতকাল রাতেও আমাদের নেতা-কর্মীরা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়িয়েছে। আতঙ্কের কারণে এখনো ভোটকেন্দ্রে লোক সমাগম হয়নি।

Manual5 Ad Code

মুক্তাদির বলেন, আমাদের পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা হচ্ছে। খাদিমপাড়া কৃষ্ণনগর সেন্টার থেকে আমাদের দলের লোক সাবেক মেম্বার পাখি মিয়াসহ দুজনকে আটক করা হয়েছে। এছাড়া খান জাহান আলী ও ভেটেরিনারি স্কুলেও পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এদিকে সিলেট-৪ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী দিলদার হোসেন সেলিমের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান ও যারা কেন্দ্রে ছিলেন তাদের বের করে দেওয়াা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। গোয়াইনঘাট উপজেলার মনাইকান্দি মাদ্রাসা-পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়টি কেন্দ থেকে সেলিমের কাছে অভিযোগ কার হয়েছে। কোম্পানিগঞ্জ-জৈন্দাপুরেও একি অবস্তা।

Manual7 Ad Code

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ২১৯ জন। এর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ২ শত ৬৯ জন পুরুষ এবং ২ লাখ ৫৭ হাজার ৫ শত ৭৫ জন নারী ভোটার। সিলেট-৪ আসনে গোয়াইনঘাট-ভোট: ১৮৯০০০ কোম্পানিগঞ্জ : ৯৬০০০ জৈন্তাপুর -১০২০০০ ভোটার।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..